ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

এসবি প্রধানের পদ হারালেন মনিরুল ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৯:১৯ পিএম
মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে। তাকে পুলিশ অধিদপ্তর সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে আলোচিত কর্মকর্তা মনিরুলকে ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মাঠে তার কোনো দায়িত্ব নেই।
এর আগে পুলিশের বিশেষায়িত উইং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ছিলেন মনিরুল। ২০২১ সালের ১৪ মার্চে তাকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।