ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

রাজউক চেয়ারম্যান পুনর্বহাল

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৮:৪৬ পিএম
চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সিদ্দিকুর রহমান সরকার। ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সিদ্দিকুর রহমান সরকারকে পুনর্বহাল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিদ্দিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।

উল্লেখ্য, ওই প্রজ্ঞাপনে রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। গতকালের প্রজ্ঞাপনে রাজউক চেয়ারম্যানকে তার দায়িত্বে পুনর্বহাল করা হলো।