ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন আলাউদ্দিন আরিফ

নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১১:০৮ পিএম
সিনিয়র সাংবাদিক মো. আলাউদ্দিন আরিফ । ছবি: রূপালী বাংলাদেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক  মো. আলাউদ্দিন (আলাউদ্দিন আরিফ)।

রবিবার (০৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডে চেয়্যারম্যান দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ভাইস চেয়্যারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সদস্য সচিব হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডে অন্য সদস্যরা হলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, যমুনা টেলিভিশনের এসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

প্রসঙ্গত সাংবাদিক আলাউদ্দিন আরিফ কালবেলার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক। কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।