রাশিয়ার ছোড়া আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এক রাতেই তারা রাশিয়ার ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এ হামলার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।
শনিবার (২৪ মে) এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য জানায়।খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে কিয়েভ-কে লক্ষ্য করে ছোড়া ৬টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৪৫টি শাহেদ ইউএভি ধ্বংস করেছে।’
এর আগে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ১০ জন আহত হন।
জাতীয় নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, হামলার সময় প্রশিক্ষণ চলছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। হামলার পরপরই ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ।
হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। সেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ড্রোন থেকে ধারণকৃত ওই ভিডিওতে বিস্ফোরণের ফলে আগুন ধরে যাওয়ার পর বিশাল এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও তদন্তে যুক্ত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কিয়েভের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব।