ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

বন্দিবিনিময়ের পর রাশিয়ার ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০১:৪৭ পিএম
ড্রোন হামলার পর আগুন নেভাতে চেষ্টা করছে ফায়ার সার্ভিস । ছবি : সংগৃহীত

কারাবন্দি বিনিময়ের ক্ষণিক পর বৃহৎ পরিসরে ড্রোন ও মিসাইল হামলার শিকার হয় ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাশিয়ার হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হন।

টেলিগ্রামের এক পোস্টে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো জানায়, হামলার কারণে শহরব্যাপী অগ্নিকাণ্ড  ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

রাশিয়া ও ইউক্রেন গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।

শুক্রবার (২৩ মে) দুই দেশ মোট ৭৮০ জন বন্দিকে ছেড়ে দিয়েছে। এদের মধ্যে আছেন সেনাসদস্য এবং সাধারণ মানুষ- দুই ধরনের বন্দিই।

কয়েক ঘণ্টার মধ্যে খবর পাওয়া যায় রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার। হামলায় অবলন শহরের উত্তরসহ একাধিক অঞ্চলে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।

ক্লিটসকো বলেন, অন্তত দুজন বাসিন্দার হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, একটি ড্রোনের টুকরো একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের উপরে গিয়ে পড়ে। যার কারণে বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।

রয়টার্সের ভিডিওতে দেখা যায়, রাজধানীজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ। রাতের আকাশে একাধিক আগুনের স্ফুলিঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছিল।

রয়টার্স জানায়, তিমুর কাশেন্কো, কিয়েভ সামরিক বাহিনীর প্রধান, বলেন নিপ্রভস্কি এলাকার একটি এপার্টমেন্ট বিল্ডিংয়ের পৃথক দুই তলায় আগুন ছড়িয়ে পড়ে।