ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

ট্রাম্পের নিষেধাজ্ঞায় হার্ভার্ডে অনিশ্চয়তায় বেলজিয়াম রাজকন্যার ভবিষ্যত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৪:০৪ পিএম
বেলজিয়ামের প্রিন্সেস এলিজাবেথ। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ফলে পড়াশোনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বেলজিয়ামের রাজকন্যা এলিজাবেথ। 

রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী এলিজাবেথ হার্ভার্ডে প্রথম বর্ষ শেষ করেছেন এবং বর্তমানে জননীতি (ডেমোগ্রাফি) বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়ন করছেন।

ট্রাম্প প্রশাসন গত ২২ মে হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করে। ফলে বিদেশি শিক্ষার্থীদের হয় অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে হবে, নয়তো যুক্তরাষ্ট্রে তাদের আইনি অবস্থান হারানোর ঝুঁকিতে পড়তে হবে। এই কড়াকড়ির আওতা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রসারণের হুমকিও দেওয়া হয়েছে।

রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভ্যানডোর্ন দ্য গার্ডিয়ানকে বলেন, ‘প্রিন্সেস এলিজাবেথ তার প্রথম বর্ষ শেষ করেছেন। প্রশাসনের সিদ্ধান্তের বাস্তব প্রভাব আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

হার্ভার্ডের জননীতি প্রোগ্রাম শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে প্রস্তুত করে তোলে। এলিজাবেথ এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আদালত ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন।

তবে রাজকন্যা এলিজাবেথসহ অসংখ্য আন্তর্জাতিক শিক্ষার্থীর ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তায় ঘেরা।