রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত রূপায়ন তাজ টাওয়ারের ৩য় তলায় লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৩ জুলাই) বেরা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে বেশি মানুষ ছিল না। যার কারণে বড় ধরনের সমস্যা হয়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী না থাকার কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ভেতরে যতটুকু নিরাপত্তা থাকা প্রয়োজন তা নেই।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, এসির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।