ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন।
শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, যদি যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
ট্রাম্প ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে পাঠানো দুটি আলাদা চিঠিতে এই শুল্ক আরোপের বিষয়টি জানান। তিনি চিঠিগুলো নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। এতে বলা হয়, ইইউ ও মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয়, তবে শুল্ক আরোপ কার্যকর হবে।
ইইউ ও মেক্সিকো উভয়েই ট্রাম্পের এই শুল্ক হুমকিকে ‘অন্যায্য ও বিঘ্নকারী’ বলে অভিহিত করেছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনায় থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
ট্রাম্প ইতোমধ্যে কানাডা, জাপান এবং ব্রাজিলসহ আরও ২৩টি বাণিজ্য অংশীদার দেশকে অনুরূপ চিঠি পাঠিয়েছেন, যাতে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে। বিশেষভাবে তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাও রয়েছে।