ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কল্যাণ রাষ্ট্র গড়লেই নিশ্চিত হবে মৌলিক অধিকার: রিপন মাহমুদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৬:৪১ পিএম
সুবিধাবঞ্চিত মানুষের পাশে এবি পার্টি খাদ্যসামগ্রী বিতরণ করছে। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশকে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

রোববার (১৩ জুলাই) যশোরের চৌগাছা উপজেলা সদরে এবি পার্টির কার্যালয়ে আয়োজিত একটি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ কর্মসূচিতে উপজেলার অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রিপন মাহমুদ বলেন, নিগৃহীত নাগরিকদের অধিকার সুরক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল হতে হবে। কেবল বিধবা, প্রতিবন্ধী বা বয়স্ক ভাতা দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ধনী-গরিবের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি দায় ও দরদের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা চাই, জনগণ রাজনৈতিকভাবে সচেতন ও অধিকতর সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠুক।

রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত বৈষম্যের সমালোচনা করে রিপন মাহমুদ বলেন, যেদিন রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে সেদিন আর জনগণের ভ্যাট-ট্যাক্সের অর্থে কোনো বিশেষ গোষ্ঠী অসীম ক্ষমতার মালিক হতে পারবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলার এবি পার্টির সংগঠক ও সাংবাদিক মেহেদী হাসান শিপলু, এবি যুব পার্টির নেতা হাসান বাবু ও নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত।