‘আত্মবিশ্বাস, ধৈর্য আর সঠিক দিকনির্দেশনা, এই তিনটি শক্তিই একজন নারীকে বদলে দিতে পারে সফল উদ্যোক্তায়,’ কথাগুলো বললেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার বগাবাড়ি গ্রামের নারী উদ্যোক্তা ফারজানা ভূঁইয়া। প্রাকৃতিক উপাদানে তৈরি অর্গানিক হেয়ার অয়েল, স্লিমিং টি, ফেস প্যাকসহ নানা স্বাস্থ্য ও রূপচর্চা পণ্য তৈরি করে তিনি এখন ঘরে বসেই প্রতি মাসে উপার্জন করছেন প্রায় এক লাখ টাকা। তার পণ্য দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, আর ক্রেতারাও দিচ্ছেন প্রশংসায় ভরা ইতিবাচক প্রতিক্রিয়া।
সাত বছর আগে হঠাৎ করেই ফারজানার স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরিবার চালানোর দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। অন্য অনেকের মতো চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নেন উদ্যোক্তা হওয়ার পথ। ছোট পরিসরে ঘরে বসেই শুরু করেন প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার অয়েল ও ফেস প্যাকের কাজ। শুরুতে বিক্রি করতেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে। সময়ের সঙ্গে সঙ্গে তার পণ্যের কার্যকারিতা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। ক্রেতাদের সন্তুষ্টিই হয়ে ওঠে তার সাফল্যের মূল চাবিকাঠি।
ফারজানা বলেন, ‘শুরুর দিকে অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করত। তবু আমি হাল ছাড়িনি। নিজের ওপর বিশ্বাস রেখেছি। আজ আমার পণ্য দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। অনেকে তো বলেন, আমার তৈরি হেয়ার অয়েল ব্যবহারে চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল ঘন হয়েছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
ফারজানার একজন নিয়মিত ক্রেতা জানান, ‘আমি অনেক দামি কোম্পানির হেয়ার অয়েল ব্যবহার করেছি। কিন্তু ফারজানার অয়েল ব্যবহারে যে ফল পেয়েছি, তা অন্য কোনো পণ্যে পাইনি। এটি একদম ঘরোয়া, প্রাকৃতিক, আর ফলও মিলছে দ্রুত।’
তার প্রতিবেশীরাও বলেন, ‘ফারজানার হেয়ার অয়েল সত্যিই কার্যকর। চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে এসেছে। এখন নিয়মিতই তার পণ্য ব্যবহার করছি।’
ফারজানার বাবা গর্ব করে বলেন, ‘আমার মেয়ে আজ যে জায়গায় এসেছে, তা দেখে আমি আনন্দিত। মেয়েরা চাইলেই পারেÑ এই সত্যিটা ও প্রমাণ করেছে।’
বর্তমানে ফারজানা তার ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত পণ্য সরবরাহ করছেন দেশের বিভিন্ন জেলায়। ভবিষ্যতে তিনি তার ব্যবসা আরও বড় পরিসরে করতে চান, প্রোডাকশন বাড়াতে চান, চাইছেন বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হোক। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নারীদের উৎসাহিত করতে চান আত্মকর্মসংস্থানে।
তিনি বলেন, ‘নারীরা ঘরে বসে থেকেই অনেক কিছু করতে পারে, দরকার শুধু সঠিক গাইডলাইন, ইচ্ছা ও আত্মবিশ্বাস। আর আল্লাহর ওপর ভরসা রাখলে সফলতা অবশ্যই আসবে।’