সিরাজগঞ্জের তাড়াশে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) রাতে বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই মামলার আরেক আসামি রফিকুল ইসলামকে এর আগে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
তাড়াশ থানা সূত্রে জানা গেছে, গত ১৫ মে এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে বগুড়ার শেরপুর এলাকা থেকে ভুক্তভোগী শিল্পীকে তাড়াশে নিয়ে আসা হয়। এরপর উপজেলার রানীর হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ মোট পাঁচজন জড়িত ছিল বলে অভিযোগসূত্রে জানা যায়।
গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন (২৫) তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এনামুল হক এনা (২৫) বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট দেওড়া পাড়া গ্রামের হেদু প্রামাণিকের ছেলে।
এর আগে গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম (৪৪) একই গ্রামের প্রয়াত গোলাম হোসেনের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিল্পী বাদী হয়ে পরদিন (১৬ মে) উল্লিখিত তিনজন এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।