ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

খালে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৮:৫৮ এএম
নিহত ইসমাইল ও শফিউল। ছবি- রূপালী বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ইসমাইল (৬) ও শফিউল (৮) স্থানীয় বাসিন্দা কবির হোসেনের ছেলে। চার সন্তানের মধ্যে বড় ছেলেটি বেঁচে থাকলেও এই দুই ভাইয়ের একসঙ্গে মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, দুপুরে শিশুদের কোথাও দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন তাদের মা। প্রথমে আশপাশে খুঁজেও তাদের না পেয়ে তিনি খালে নামেন। তখনো শিশুদের খোঁজ না পেয়ে অন্যত্র খোঁজে যান। পরে দ্বিতীয়বার খালে নামলে পানিতে ডুবে থাকা দুই ছেলেকে দেখতে পান তিনি।

তিনি নিজেই একজনকে উদ্ধার করে তোলেন। অপরজনকে উদ্ধার করেন পাশের এক আত্মীয়। তাৎক্ষণিকভাবে দু’জনকেই বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. ছিদ্দিকুর রহমান।