ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সুপার বোল না ফুটবল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:৪৯ এএম
ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামসের সংগীত পরিবেশনা। ছবি- সংগৃহীত

এ যেন ইউরোপের দুই শক্তিশালী ক্লাব চেলসি ও প্যারিস সাঁ-জার্মেইনের মধ্যকার ফুটবল ম্যাচ নয়—বরং ছিল যেন সুপার বোলের জমকালো আয়োজন!

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে ও পরে সবকিছুতেই ছিল রঙ, আভিজাত্য আর নাটকীয়তা।

রঙিন উদ্বোধনে ট্রাম্পের উপস্থিতি ও রবির গান

ম্যাচের আগে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক রঙিন গার্ড, এবং ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামসের সংগীত পরিবেশনা। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফুটবলপ্রেমীরা যেন এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলেন যে এটি ছিল একটি ক্লাব ফুটবল ম্যাচ, আর তাও ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে।

প্রচারের এই বর্ণময়তা এতটাই গভীর ছিল যে নির্ধারিত সময়ের আট মিনিট পর, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টা ৮ মিনিটে ম্যাচটি শুরু হয়।

সব আয়োজনের শেষে ম্যাচ শুরুর পর মাঠে রাজত্ব করে ইংলিশ ক্লাব চেলসি। তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চমকে দেয় সবাইকে।

দাপুটে পারফরম্যান্সে তারা প্রমাণ করে দেয়, আলো ঝলমলে আয়োজনের বাইরেও মাঠে ফুটবলই শেষ কথা।