সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা পরিবেশনে সামান্য দেরিকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হয়েছেন রুমন (২২) নামে এক তরুণ। তিনি কাজির বাজার মাছ বাজারের পাশে একটি চায়ের দোকানে কাজ করতেন। নিহত রুমনের বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ৮টার দিকে এক যুবক দোকানে এসে এক কাপ চা চান। সকালবেলা দোকানটি ব্যস্ত থাকায় চা দিতে কিছুটা সময় লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকের সঙ্গে রুমনের কথা-কাটাকাটি শুরু হয়। পরে দোকান মালিক ও আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন।
কিন্তু কিছুক্ষণ পরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সেই যুবক কয়েকজন সঙ্গীসহ আবার দোকানে ফিরে এসে রুমনের ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, নিহতের শরীরের দুই পাশে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
স্থানীয়দের মতে, সামান্য এক কাপ চা ঘিরে এমন মর্মান্তিক হত্যাকা- সিলেটবাসীকে হতবাক ও শোকাহত করেছে।