২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে রয়েছে চেলসি। এদিন প্রথামার্ধে চেলসির কাছে অসহায়ত্ব হয়ে পড়ে পিএসজি।
আজ সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১.১০ মিনিটে খেলাটি শুরু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে উপস্থিত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন খেলার ২১তম মিনিটে চেলসির হয়ে গোল করেন ইংল্যান্ডের তরুণ তারকা কোল পামার।
প্রথম গোলটি আসে তার পা থেকেই ম্যাচের শুরুতেই আসে। এরপর একক দক্ষতায় দুর্দান্ত দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে চেলসির নতুন সাইনিং জোয়াও পেদ্রো তৃতীয় গোলটি করেন।
ফাইনালে চেলসি ২১ মিনিনে করেন প্রথম গোলটি, খেলার ৩০ মিনিটে করেন দ্বিতীয় গোলটি, এবং ৪৩ মিনিটে করেন তৃতীয় গোলটি।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির রক্ষণভাগ ছিল দিশেহারা। বিশেষ করে কোল পামারকে থামাতে একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চেলসি।
এর আগে দুই ইউরোপীয় জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি নবমবারের মতো মাঠে মুখোমুখি হচ্ছে।
আগের আট দেখায় তিনবার জয় পেয়েছে পিএসজি, চেলসি জয় তুলে নিয়েছে মাত্র দুটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।