ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

পিএসজির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০১:৪১ এএম
ছবি- সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সাঁ জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে ইংলিশ ক্লাব চেলসি।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনাপূর্ণ এ লড়াইয়ে চেলসিকে এগিয়ে দেন ইংল্যান্ডের উঠতি তারকা কোল পালমার।

আজ সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১.১০ মিনিটে খেলাটি শুরু হবে।

ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে চাপে রেখেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্লুজরা। ২১তম মিনিটে পালমার গোল করে চেলসিকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।

এ গোলের পর চেলসি রক্ষণ সামলাতে মনোযোগী হলেও পিএসজি একাধিক আক্রমণ করে সমতা ফেরাতে ব্যর্থ হয়।

এদিকে ফাইনালটি সরাসরি মাঠে বসে উপভোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উপস্থিতি দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল ও উত্তেজনা তৈরি করেছে।

এর আগে দুই ইউরোপীয় জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি আটবার মুখোমুখি হয়েছে।

আগের আট দেখায় তিনবার জয় পেয়েছে পিএসজি, চেলসি জয় তুলে নিয়েছে মাত্র দুটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।