ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ভেঙে ফেলা হচ্ছে প্রজন্ম চত্বরের বাকি অংশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৩:০৬ এএম
ঢাকার শাহবাগ মোড়ের প্রজন্ম চত্বর। ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ের আলোচিত 'প্রজন্ম চত্বর'-এর ত্রিকোণ স্থাপনাটির বাকি অংশ ভেঙে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গত শনিবার রাতে স্থাপনাটির অর্ধেক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি অংশ রোববার মধ্যরাত থেকে ভেঙে ফেলার কাজ চলছে।

২০০৮ সালে তৎকালীন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন শাহবাগে এই বিলবোর্ড স্থাপনাটি নির্মাণ করেছিলেন, যেখানে একটি ডিজিটাল ডিসপ্লে ছিল যা পরবর্তীতে সরিয়ে ফেলা হয়।

২০১৩ সালের গণজাগরণ আন্দোলনের সময় এই চত্বর 'প্রজন্ম চত্বর' নামে পরিচিতি লাভ করে এবং এটি মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীকে পরিণত হয়েছিল।

রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চত্বরের ওই স্থাপনার একটি বড় অংশ ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। ভাঙা কংক্রিট ও রড রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে এই স্থাপনাটি ভাঙা হচ্ছে। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এখানে 'জুলাই আন্দোলন'-এর স্মৃতি ধরে রাখার জন্য একটি নতুন মনুমেন্ট তৈরি করা হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের স্মৃতি ধরে রাখতে একটি মনুমেন্ট হবে। এ কারণে প্রশাসক স্যারের নির্দেশে এটি ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে স্যার মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছেন। মন্ত্রণালয়ই এসব মনুমেন্টের নকশা করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সারাদেশে ৬৪ জেলায় এ ধরনের মনুমেন্ট তৈরি করবে। ঢাকায় এই স্থানটি নির্ধারণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।