ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মহাখালীতে সিএনজি চালকদের অবস্থান, যানজট চরমে 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৩:০০ পিএম
মহাখালীতে অবস্থান কর্মসূচি পালন করছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যজোট। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীতে ‘ঢাকা-থ’ নম্বর প্লেটধারী সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যজোট। এতে মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মহাখালীর বিআরটি ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।

অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া চালকদের অনেকেই কাফনের কাপড় পরে আন্দোলনে যোগ দেন। যদিও অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরগামী যানবাহন চলাচলের ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।

চালকদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে এ বিষয়ে বিআরটিএর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।