ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

‘ইসরায়েলি’ হামলায় আহত ইরানের প্রেসিডেন্ট, অল্পেই প্রাণরক্ষা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৬:৩৯ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি- সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছিল ‘ইসরায়েল’। মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।’

‘ইসরায়েল’ তাকে হত্যার চেষ্টা করেছে বলে বিশ্বাস কি না প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। গত সপ্তাহে প্রকাশিত হয় সাক্ষাৎকারটি এবং ‘ইসরায়েল’-এর সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধের পর পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে এটিই ইরানি প্রেসিডেন্টের প্রথম আলাপচারিতা। খবর দ্য গার্ডিয়ান।

মাসউদ পেজেশকিয়ান বলেন, “আমার উপর হামলার পেছনে আমেরিকা ছিল না। ছিল ‘ইসরায়েল’। আমি একটি সভায় ছিলাম, সেখানে বোমা হামলা করার চেষ্টা করেছিল।”  তবে ‘ইসরায়েল’-এর সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় এই হামলা চালানো হয়েছিল কি না তা নির্দিষ্ট কর বলেননি তিনি।

এদিকে, গত মাসে মাসউদ পেজেশকিয়ান ‘ইসরায়েলি’ বিমান হামলায় আহত হন বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফারস। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুন পশ্চিম ইরানের এক ভবনে আয়োজিত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ হামলা চালানো হয়।

এতে আরও বলা হয়, ‘ইসরায়েলি’ জেট বিমানের ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা গুরুতর বিপদের মধ্যে পড়ে যান।

যদিও বৈঠকে উপস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি— যেমন, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই—জরুরি হ্যাচ ব্যবহার করে বের হয়ে আসেন। বের হওয়ার সময় পেজেশকিয়ানসহ কয়েকজনের পায়ে আঘাত লাগে।

‘ইসরায়েলি’ হামলায় নির্ভুলভাবে অবস্থান শনাক্তের বিষয়টি সামনে আসার পর ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষ সন্দেহ করছে, হামলার তথ্য ফাঁস হয়েছে ভেতর থেকেই।

এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, তেহরানের পশ্চিমাংশে শাহরাক-ই ঘার্ব এলাকায় ১৬ জুন একটি ‘ইসরায়েলি’ হামলা হয়েছিল। তবে সুনির্দিষ্ট অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা মহসেন রেজায়ি জানিয়েছেন, ‘ইসরায়েল’ সত্যিই কাউন্সিল বৈঠকের স্থানে হামলা চালিয়েছিল, তবে কাউন্সিলের কেউ মারাত্মকভাবে আহত হননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই বলেছেন, তিনি ৮৬ বছর বয়সি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা থেকে ‘ইসরায়েলি’দের বিরত রেখেছিলেন।

‘ইসরায়েল’ দাবি করেছে, ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় বড় ধরনের আঘাত হানার জন্য তারা ৩০ জনেরও বেশি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং ১১ জন ঊর্ধ্বতন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। তারা বলেছে, আমেরিকার সঙ্গে মিলে তারা ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে।