ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, বিএনপির হওয়া কমিটি স্থগিত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:২৭ পিএম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলার ঘটনায় নির্বাচিত কমিটির ফলাফল স্থগিত করেছে জেলা বিএনপি।

রোববার (১৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।

পয়গাম আলী লিখিত বক্তব্যে বলেন, ‘সম্মেলন একটি দলীয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এখানে তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে। সাধারণত সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করা হয়। তবে সমঝোতা না হলে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করা হয়।’

তিনি জানান, সমঝোতা না হওয়ায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটে সভাপতি পদের দুই প্রার্থী সমান ২৪২টি করে ভোট পান। এরপর ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছিল নির্বাচন কমিশন।

এ অবস্থায় সভাপতি প্রার্থী অ্যাড. মো. সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ড. টিএম মাহবুবর রহমানের সমর্থকরা ভোট গণনাকক্ষে ঢুকে ব্যালটপত্র ও অন্যান্য নির্বাচনী কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ফলাফল শিট ছিনিয়ে নেন।

জেলা বিএনপি নেতারা ফলাফল ঘোষণা না করেই অনুষ্ঠানস্থল ত্যাগের চেষ্টা করলে গাড়িবহরে হামলা চালানো হয়। তিনতলা ভবন থেকে নামার সময় অ্যাড. সৈয়দ আলম ও ড. মাহবুবর রহমানের নেতৃত্বে একদল উশৃঙ্খল কর্মী লাঠিসোটা ও চেয়ার নিয়ে মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে হামলা চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে। এ সময় চারজন কর্মী আহত হন।

পয়গাম আলী আরও বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’