ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

​​​​​​​দিনদুপুরে ঘরের তালা ভেঙে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালঙ্কার চুরি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:১৫ পিএম
বিছানা ও মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে আছে। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় দিনদুপুরে তালা ভেঙে ঘরে ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (১৩ জুলাই) মুক্তাগাছা পৌর শহরের ৮ নং ওয়ার্ডের নন্দীবাড়ী অডিটোরিয়াম এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গৃহবধূর নাম আছমা খাতুন। তার স্বামী ইসমাইল হোসেন মালয়েশিয়া প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনতলা ভবনের দ্বিতীয় তলার দুটি ইউনিটে এক মেয়ে নিয়ে বসবাস করেন আছমা খাতুন। সকালে তিনি বাসায় তালা দিয়ে বাজারে গেলে দুর্বৃত্তরা ভবনের পেছনের দিক দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙে বাসায় ঢুকে। এরপর হেজবুল ড্রিল মেশিন দিয়ে মূল দরজা কেটে ঘরে প্রবেশ করে।

ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে তারা ৫টি গলার হার, ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া হাতের বালা, ৪ জোড়া কানের পাশা, ৬টি আংটি, ২টি ব্যাসলেটসহ প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু রুপার গহনা ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী আছমা খাতুন জানান, ‘আমি সকাল ৯টা ৪৮ মিনিটের দিকে বাজারে যাই। ১১টার দিকে ফিরে এসে দেখি গেটের তালা ভাঙা। ঘরের দরজার তালাও কাটা, ভেতরে সব এলোমেলো—আলমারি, ওয়ারড্রপ খোলা, বিছানা ও মেঝেতে জিনিসপত্র ছড়িয়ে আছে। তিল তিল করে গড়া স্বর্ণালঙ্কার ও সঞ্চয় সবই নিয়ে গেল চোরেরা।’

তিনি আরও জানান, স্বামী বিদেশে থাকার সুবাদে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে এসব স্বর্ণালঙ্কার কিনেছিলেন। এখন সবই হাতছাড়া।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, ‘চুরির খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’