ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কিংবদন্তি অভিনেতা শ্রীনিবাস রাও আর নেই

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:০৯ পিএম
তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। ছবি- সংগৃহীত

তেলেগু চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রোববার (১৩ জুলাই) ভোররাতে হায়দরাবাদের ফিল্মনগর এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী রুক্মিণী এবং দুই কন্যাকে।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাড়ু গ্রামে জন্মগ্রহণ করেন কোটা শ্রীনিবাস রাও। তার মা কোটা সীতারামার অনুপ্রেরণায় ছাত্রজীবনেই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন।

১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রাণম খারেদু’ ছবির মাধ্যমে তেলেগু সিনেমায় তার অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় ৭৫০টি মতো সিনেমা। এর মধ্যে তামিল, হিন্দিতে, কন্নড়ে এবং একটি মালয়ালম ভাষায় অভিনয় করেছেন তিনি।

বড়পর্দায় খলঅভিনেতা, চরিত্রাভিনেতা ও কমেডিয়ান-প্রতিটি ভূমিকাতেই দর্শক হৃদয় জয় করেছিলেন কোটা শ্রীনিবাস রাও। কাজের স্বীকৃতি স্বরূপ অভিনয়ের জন্য তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে ৯টি নন্দী পুরস্কার লাভ করেন।

২০১৫ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন কোটা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজয়ওয়াড়া (পূর্ব) বিধানসভা আসনের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।