ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের যে খবর দিলেন প্রবাসী কল্যাণ সচিব

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা নেমেছেন রাস্তায়। রাজধানীর কারওয়ানবাজার সড়ক অবরোধের পর তারা এখন অবস্থান নিয়েছেন প্রবাসী কল্যাণ ভবনের সামনে। 

এদিকে, বুধবার (২২ জানুয়ারি) অবরোধ করা কর্মীদের নতুন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রহুল আমিন।

প্রবাসী কল্যাণ সচিব বলেছেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাছে। সরকার আশা করছে, যারা নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেনি এপ্রিলের মধ্যেই তাদেরকে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।