‘ভারত আগুন নিয়ে খেলছে’ মন্তব্য করেন পাকিস্তানি সেনাবাহিনীর ইন্টারসার্ভিসেস পাবলিক রিলেসন্স (আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ)-এর ডিরেক্টর জেনারল, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
পাক-ভারত পারমাণবিক যুদ্ধ ‘বোকামি’ ও ‘পারস্পরিক ধ্বংস’ ডেকে আনতে পারে মন্তব্য করেন তিনি। পারমাণবিক যুদ্ধ কে অভাবনীয় এবং অযৌক্তিক ধারণা হিসেবে আখ্যায়িতও করেন তিনি। পাক-ভারত উত্তেজনার পর পাকিস্তানের সেনাবাহিনীর ‘আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ’-এর ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বিবিসিসহ বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায় তবে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত। ভারতের ‘ঔদ্ধত্য’ ও ‘ন্যারেটিভ’ যেকোন সময় পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে তিনি ‘ভারত আগুন নিয়ে খেলছে’।
আইএসপিআর-এর ডিজি, লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী বিবিসিকে বলেন, ‘আমরা শান্তিকে অগ্রাধিকার দিই, আমরা শান্তি ভালোবাসি। এখন পাকিস্তানে আমরা শান্তি উদযাপন করছি। কিন্তু আমরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত..। যদি যুদ্ধই প্রয়োজন হয়, তাহলে যুদ্ধই হবে’।
তিনি জানিয়েছেন, পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে সামরিক সংঘাত ‘একেবারে বোকামি। এটা অকল্পনীয়। এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন, বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয়’। ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। জনাব চৌধুরীর কথায়, ‘আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর পর পর (ভারতের পক্ষ থেকে) মিথ্যা ন্যারেটিভ (আখ্যান) তৈরি করা হচ্ছে এবং সেই ন্যারেটিভও সেকেলে।’
আপনার মতামত লিখুন :