সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে সুখী দেশের র্যাংকিং প্রকাশ করা হয়। বাংলাদেশের অবস্থান ১৪৭ দেশের মধ্যে ১৩৪তম। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ছিল ১২৯তম। ২০২৩ সালে এই তালিকায় বাংলাদেশ ছিল ১১৮তম।
অপরদিকে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের অবস্থান ১০৯তম, মিয়ানমারের অবস্থান ১২৬তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম এবং নেপালের অবস্থান ৯২তম।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে— ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টা রিকা ও নরওয়ে।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও শীর্ষে আফগানিস্তান। এরপরেই দ্বিতীয় অসুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন। নিচ থেকে তৃতীয় অবস্থানে রয়েছে লেবানন।
সুখী দেশের এই তালিকা তৈরির জন্য তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোতে জরিপ চালানো হয়। জরিপে বিবেচনায় আনা হয় একজন মানুষের নিজের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা (তার নিজের বিবেচনা অনুযায়ী), মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা ও সহায়তা পরিস্থিতি, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু ও দুর্নীতির মাত্রা।
গবেষণাটি অ্যানালিটিক্স সংস্থা গ্যালাপ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের সহযোগিতায় পরিচালিত হয়েছে।

 
                             
                                    -20250320063957.webp)
-20250320074759.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251028231527.webp) 
       -20251029051410.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন