গণমাধ্যম সংস্কার কমিশন শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনটির প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেন।
কমিশন তাদের সুপারিশে বলেছে, সাংবাদিকদের ইউনিয়ন, সংঘ বা সমিতিগুলো তাদের কার্যক্রম পরিচালনায় স্বাধীন তবে বিভিন্ন উদ্দেশ্যে অসংখ্য সংগঠন গড়ে উঠেছে। একাধিক প্রেসক্লাব একই জেলা বা উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভাগ ও এলাকাভিত্তিক সাংবাদিক সমিতিও গড়ে উঠেছে।
কিছু সংগঠন রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সুবিধা লাভের জন্য ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে।
এই পরিস্থিতি সাংবাদিকতা পেশার জন্য শুধু অস্বস্তিকর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার বড় বাধা। কমিশন মনে করে, ইউনিয়ন ছাড়া অন্য কোনো সংগঠনকে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি না দেয়ার অধিকার সরকারের রয়েছে।
এ কারণে, রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা এসব সংঘ-সমিতির প্রাপ্য নয়। সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে বলে আশা প্রকাশ করেছে কমিশন।

-20250322113642.webp)

