ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

বাবার স্বপ্ন পূরণের পথে জুনিয়র রোনালদো

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০২:৩৫ এএম

বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে জুনিয়র রোনালদো। এরই মধ্যে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছে রোনালদোর ছেলের। ম্যাচের তখন শেষ সময়ের খেলা চলছে। রোনালদো জুনিয়রের সুযোগটি এলো তখনই। কয়েক মিনিটের জন্য তাকে মাঠে নামালেন পর্তুগাল কোচ। পর্তুগালের জার্সিতে আরেক দফায় অভিষেক হয়ে গেল রোনালদোর ছেলের। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছে রোনালদো জুনিয়র। এবার অনূর্ধ্ব-১৬ দলের হয়ে মাঠে নামল প্রথমবার। তুরস্কের বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোলে জেতে পর্তুগাল। তুরস্কের আন্তালিয়ায় বৃহস্পতিবার ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে রোনালদো জুনিয়রকে মাঠে নামান কোচ। ১৫ বছর বয়সি এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে খেলে থাকে সৌদি প্রো লিগে তার বাবার দল আল নাসরের একাডেমির হয়ে। ছোট থেকেই তার খেলার বিভিন্ন ছবি ও ভিডিও সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বজুড়ে। পাদপ্রদীপের আলো তাকে অনুসরণ করেছে প্রতিটি পদক্ষেপে। সেই খ্যাতিকে সঙ্গী করেই বাবার পথে ছুটছে সে। তার বাবা এ বছরের শুরুর দিকে বলেছেন, ছেলের সঙ্গে তিনি খেলতে চান। সেই চাওয়া পূরণ হওয়া বাস্তবে কঠিন। তবে ৪০ বছর বয়সেও দারুণ ফর্মে আছেন এই কিংবদন্তি। সম্প্রতি তিনি পূর্ণ করেছেন ৯৫০ ক্যারিয়ার গোল। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল তুরস্কে খেলছে ফেডারেশনস কাপে। শনিবার তাদের প্রতিপক্ষ ওয়েলস, সোমবার ইংল্যান্ড। রোনালদো জুনিয়রের ঝলক তাই দেখা যেতে পারে সামনে।