মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামের সামন থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার ও অন্তবর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা।
শহরের প্রধান প্রধান সড়ক হয়ে এম সাইফুর রহমান সড়কের কুসুমভাগ পয়ন্টে এস আর প্লাজার সামনে প্রতিবাদী পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
মিছিলে নেতৃত্ব ও সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিত। বিক্ষোভ মিছিলে জেলার ৭টি উপজেলা,৫টি পৌর ও অন্যান্য সাংগঠনিক শাখার যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক ফায়দা লুটতে ও সস্তা জনপ্রিয়তা অর্জনে দেশজুড়ে একটি দল ও গোষ্ঠি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর নির্লজ্জ মিথ্যাচার অব্যাহত রেখেছে।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নিন্দনীয় এমন ঘটনা ও মরদেহ নিয়ে ঘৃণ্য রাজনীতি করছেন,মিথ্যাচার রটনা করছেন, তাদের পরিণতি শুভকর হবে না। বিএনপি ভারত কিংবা পাকিস্থানের তাঁবেদারীর কোনো দল নয়। জাতীয়তাবাদী চেতনায় লালিত দেশপ্রেমিক জনতার প্রাণের সংগঠন। কারো অপপ্রচার আর রক্তিমচক্ষুতে থেমে যাওয়ার দল নয়।
আপনার মতামত লিখুন :