মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স (ICMEAS 2025)’, যা চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।
পূর্ববর্তী আয়োজনগুলোর ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই সম্মেলনের মূল লক্ষ্য হলো, বিশ্বব্যাপী খ্যাতনামা গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের একত্রিত করে গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা।
এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, চীন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের নবীন ও অভিজ্ঞ গবেষকরা অংশগ্রহণ করছেন।
এবারের সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশ থেকে মোট ২৮৯টি গবেষণাপত্র জমা পড়েছে, যার মধ্যে ১৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসব মানসম্পন্ন প্রবন্ধ স্কোপাস-ইনডেক্সড প্রসিডিংস এবং জার্নালে প্রকাশিত হবে। গবেষণাপত্র জমাদানকারী ও উপস্থাপকরা বিশ্বের ৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।
সম্মেলনটি গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের জন্য একটি আন্তঃশাখাগত জ্ঞান বিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করছে। এখানে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৯ জুলাই ২০২৫, এমআইএসটির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে। এতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেরা গবেষণাপত্র উপস্থাপনকারীদের পুরস্কৃত করবেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন