দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরির চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়া বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
শনিবার (২৬ এপ্রিল) সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট হতে দেওয়া যাবে না।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করে না দলটি।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া সফল করতে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দলটি।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন