আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২ মে) জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের কাছে এ সমাবেশ শুরু হয়।
বিকেলে সমাবেশে দলের শতাধিক নেতা-কর্মী যোগ দিয়েছেন।
দলের যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘আমরা শহীদ ও আহতদের কণ্ঠস্বর জনগণের কাছে পৌঁছে দিতে চাই। স্পষ্ট করে বলতে চাই যে, জনসাধারণের ওপর ছোড়া প্রতিটি গুলির জবাবদিহি করার পরই কেবল আওয়ামী লীগের বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে।’
এ সময় মুখ্য সংগঠক সারজিস আলমসহ সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (১ মে) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সমাজের সব স্তরের মানুষকে বিক্ষোভে যোগদানের আহ্বান জানান।
নাহিদ বলেন, ‘৫ আগস্ট ছাত্র ও নাগরিকদের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে উৎখাত করে। তবু এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দলের নেতা-কর্মীরা এখনো তাদের ব্যানারে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত।’
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা বারবার বলেছি যে, দলটিকে নিষিদ্ধ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।’
তিনি বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কেবল দল নয়, এর সম্মুখ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বাকি দলগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ জরুরিভাবে নেওয়া উচিত।’
আপনার মতামত লিখুন :