ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

কাতারে আবু-নাখলা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

ই এম আকাশ, কাতার
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:০১ পিএম
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

কাতারে আবু-নাখনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল ম্যাচ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আবু হামর আল জাজিরা একাডেমির পার্শ্বে মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয় ৷ 

খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদের সঞ্চালনায় হারিচ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি মো. হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন পৃষ্ঠপোষক হাবিবুর রহমান হাবিব,মামুন তালুকদার, কাজি আরিফুল ইসলাম প্রমুখ৷

খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে এবং চিটাগাং ডিভিশন জয়লাভ করে ৷