সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:৩৮ পিএম

গরবিনী মা সম্মাননার এক যুগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:৩৮ পিএম

গরবিনী মা সম্মাননার এক যুগ

বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৫’।

প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস’।

রোববার (১১ মে) এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে দ্বাদশবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৫’। 

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 


তিনি বলেন, মায়ের দুধের ঋণ সন্তান শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।

প্রধান অতিথি উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। 

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।

হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের রোগমুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন।

শুরুতে ৫ জন গরবিনী মাকে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ বছর গরবিনী মা সম্মাননার এক যুগপূর্তি উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গরবিনী মায়েদের উত্তরীয় পরিয়ে দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২ জন সুনাগরিকের ‘গরবিনী মা’কে সম্মাননা প্রদান করা হয়েছে। 

তারা হলেন- প্রশাসনক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের মা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার, আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনার মা ফরিদা আফরোজা, চিকিৎসা ক্যাটাগরিতে বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির অধ্যাপক সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ.কে.এম সাইফুল বারির মা মোছা. হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মো. মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নাট্য-চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণার মা শ্রীমতী শৈল বালা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের আগে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অর্থনৈতিক ক্যাটাগরিতে ‘গরবিনী মা-২০২৫’ সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার। এ সময় হুসনে আরা শিখা বলেন, ‘আমরা যারা ৭১-এর কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছি। যুদ্ধ পরবর্তী আর্থসামাজিক অবস্থার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় হয়েছি। সেই সময়ে মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন পুষ্টির চাহিদা মেটানোর জন্য। নিজে পড়াশোনা করেননি কিন্তু তার ৫ সন্তানকে বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন চোখে আঁকিয়ে দিয়েছেন। সেই হলো আমার মা।

তিনি বলেন, যখন বড় হলাম, তখন মেয়ে সন্তানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হলো বিয়ে, ঠিক তখনি মা ঢাল হয়ে দাঁড়িয়েছেন। বলেন, আগে আমার মেয়ে পড়বে মানুষ হবে। আবার যখন বিয়ে হয়ে গেল, এরপর আমার পরিবারের পাশে থেকে আগলে রেখেছেন। আজকের এই দিনে গর্বিত আমার মাকে অন্তর থেকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। দীর্ঘ ২৮ বছর ধরে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, নীতিমালা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেছেন।

গরবিনী মা-২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 

উল্লেখ্য, গরবিনী মা সম্মাননা রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ। গরবিনী মা সম্মাননায় কোনো মরণোত্তর পদক প্রদান করা হয় না।

রূপালী বাংলাদেশ

Link copied!