চীনের তিব্বত অঞ্চলের শিগাতসে শহরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পটি আঘাত হানে সোমবার (১২ মে) ভোর ৫টা ১১ মিনিটে। চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) এই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা বলছেন, এত অগভীর স্থানে ভূমিকম্প হলে আফটারশক বা পরবর্তী কম্পনের আশঙ্কা থাকে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৯.০২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭.৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিব্বতের টিংরি এলাকায় ৬ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল। টিংরি ছিল শিগাতসে থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন