সোমবার, ১২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৫, ১০:৪৭ এএম

সোশ্যাল মিডিয়া ‘বাউব্রেনিয়াম’ নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৫, ১০:৪৭ এএম

সোশ্যাল মিডিয়া ‘বাউব্রেনিয়াম’ নিয়ে এলো বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবির তিন শিক্ষার্থী- এ.কে.এম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান এবং মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ। ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল শিক্ষার্থী বাউব্রেনিয়াম নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে। দেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি প্রথম নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এটি।

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী- এ.কে.এম ফজলে হাসান রাব্বি নূর, মোহাম্মদ ফাহাদ হাসান এবং মোহাম্মদ দিদারুল আনোয়ার আফিফ উদ্ভাবন করেছেন ওই প্ল্যাটফর্ম। তারা একসাথে কাজ করেছেন ‘টিম তিন উস্তাদ’ নামে।

উদ্যোক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের অনুপ্রেরণামূলক বক্তব্য, অ্যালামনাইদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা এবং জুনিয়রদের জন্য উপদেশসমূহ একত্রে সংরক্ষণের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক কমিউনিটি গড়ে তোলাই বাউব্রেনিয়ামের মূল উদ্দেশ্য।

বিশেষ ফিচারগুলো নিয়ে উদ্ভাবকরা জানান, এতে বন্ধুদের জন্য ‘সিক্রেট মেসেজ’ পাঠানোর সুবিধা, শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তব্য পোস্ট করার সুবিধা, জুনিয়রদের উপদেশ দেওয়ার সুবিধাসহ আরও অনেক কিছু রয়েছে।

ডেটা এনক্রিপশনসহ নিরাপদ সার্ভার এক্সনহোস্ট ব্যবহার করে- যাতে তথ্য চুরির ঝুঁকি নেই। এ বিষয়ে দিদারুল আফিফ বলেন, ‘আমরা ডেটার নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং স্পর্শকাতর তথ্য যেহেতু আমরা নিচ্ছি না, তো ডেটা নিরাপত্তা দেওয়া আরও সহজ হয়ে যাচ্ছে।’

উদ্যোক্তারা বলেন, ‘ফেসবুক বা অন্যান্য মাধ্যমে বাকৃবির তথ্য ছড়িয়ে থাকলেও একটি কেন্দ্রীয় নিজস্ব যোগাযোগ মাধ্যম কখনো ছিল না। আমরা সেই শূন্যস্থান পূরণ করতেই এগিয়ে এসেছি। এটি শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটি হবে বাকৃবিয়ানদের আবেগ ও গর্বের জায়গা।’

বর্তমানে এটি বেটা ভার্সনে চালু হয়েছে, পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য। তবে খুব শিগগিরই মূল ভার্সন উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। www.baubrainium.xyz লিংকে ওয়েব ভার্সন ও www.tinustad.xyz/baubrainium.apk লিংকে অ্যাপটি পাওয়া যাবে।

অ্যাপটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্ভাবকরা জানান, ক্লাসের সময়সূচি, রিয়েল-টাইম বাস ট্র্যাকিং, একাডেমিক ক্যালেন্ডার, অফিসিয়াল নোটিশ, ক্যাম্পাস সংবাদ, চাকরি ও ইন্টার্নশিপ বিজ্ঞপ্তি, বিভাগভিত্তিক আলোচনা ফোরামসহ আরও অনেক সুবিধা যুক্ত করা হবে।

তবে এ সমস্ত সেবা বাস্তবায়ন করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির ভিত্তিতে। প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়ে একটি ডিজিটাল শিক্ষার্থী কমিউনিটি গড়তে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাইদের আহ্বান জানান ‘টিম তিন উস্তাদ’।

Link copied!