কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি দাবি করেন, এ ঘটনাকে ঘিরে ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
রবিবার (২৯ জুন) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, ‘কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে নারীকে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই নির্মম ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আলী সুমন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় সভাপতি এবং সহযোগী ফজর আলীও আওয়ামী লীগের কর্মী এমন প্রমাণ পাওয়া গেছে। অথচ ঘটনাটিকে বিকৃত করে বিএনপি ও ছাত্রদলের ওপর দোষ চাপানোর চেষ্টা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’
নাছির উদ্দীন দাবি করেন, ‘ঘটনার পরপরই জামায়াত-শিবির চক্র মধ্যরাতে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এই অপপ্রচারে নেতৃত্ব দেয় কেন্দ্রীয় শিবির নেতা সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি এস এম ফরহাদ যারা অতীতে ছাত্রলীগের নেতা ছিলেন এবং পরে শিবিরে যোগ দিয়েছেন।’
তিনি বলেন, ‘এদের ভাষা এখনো সজীব ওয়াজেদ জয়ের মতো গুজব নির্ভর। বিএনপির কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা গুজব ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে। এমনকি, সাধারণ মানুষকে উত্তেজিত করে বিএনপির কর্মীদের ওপর সহিংসতা উসকে দেওয়ারও ষড়যন্ত্র চলছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘গুজব ছড়ানো যেন ছাত্রশিবিরের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। তারা এখন গুজবসন্ত্রাস নামের এক বিপজ্জনক ব্যাধিতে আক্রান্ত। তাদের এই ‘রোগ’ অন্য দলেও ছড়িয়ে পড়ছে। মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক পরিবেশ বিষাক্ত করে তুলেছে।’
নাছির উদ্দীন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীর প্রতি সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা মুরাদনগরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। একইসঙ্গে এই ঘটনার রাজনীতিকরণ এবং বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক প্রচারণার নিন্দা জানাচ্ছি।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন