ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ‘জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়’

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:০৬ এএম
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়ের’ একটি ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখল নিয়েছেন জুলাই যোদ্ধারা।

এখন থেকে এটি তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ‘জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়ের’ একটি ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, সেখানে ওই ব্যানারটি টানিয়ে দিচ্ছেন।

ব্যানারে লেখা- ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’

এতে ঠিকানা লেখা আছে, ‘২৩ আব্রাম ফাহাদ অ্যাভিনিউ’।

জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়ের একটি ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

এতদিন স্থানটি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ নামে থাকলেও সম্প্রতি নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’ নামকরণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যার ফলে টানা ১৬ বছরের ক্ষমতার পতন ঘটে আওয়ামী লীগ সরকারের।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করে বর্তমান অন্তর্বর্তী সরকার।

এরপর দলটির নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে শেখ হাসিনাসহ দলটির অনেক নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান।