জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ‘আমি ভালো হতে পারলাম না’ এই চিরকুট লিখে আত্মহত্যা করেছে মেহেদী হাসান আপন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে নিজ ঘরে সে আত্মহত্যা করে।
মেহেদী হাসান আপন বয়ড়া গ্রামের ইটভাটা শ্রমিক শিপন মিয়ার ছেলে এবং বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। মৃত্যুর আগে সে দুই পৃষ্ঠার একটি চিরকুট লিখে রেখে যায়, যেখানে নিজের আত্মগ্লানি ও পরিবারের প্রতি ভালোবাসার কথা উল্লেখ রয়েছে।
চিরকুটে লেখা ছিল: ‘আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি। আমি ছোটবেলা থেকেই খারাপ, নিজেকে ভালো করতে পারিনি। বাবার কথা রাখতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি। মা, তুমি অনেক কষ্ট করেছো, আমাকে বুঝিয়েছো, তবুও আমি ভালো হতে পারলাম না। দাদা নিজের সম্মান হারিয়ে আমার পাশে থেকেছেন, কিন্তু আমি ভালো হতে পারিনি।
আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। বন্ধুদের বলছি, আমার কথায় কিছু মনে করিস না। আমার জানাজায় আসিস, কবরে মাটি দিবি। কারও কাছে কোনো পাওনা থাকলে মাফ করে দিও।
আপনাদের খারাপ ছেলে, আপন।’
আপনের ছোট বোন আছিয়া জানান, ‘বাবা ইটভাটায়, মা কাজ করেন সুতার মিলে। রাতে ভাত খেয়ে দাদার ঘরে পাঠিয়ে দিয়ে আপন নিজের রুমে চলে যায়। পরে মা কাজ থেকে ফিরে এসে অনেক ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে আপনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পাশে তার চিরকুটটি পড়ে ছিল।’
পরে পরিবারের কান্নাকাটিতে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সরিষাবাড়ি থানার এসআই রাশেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’