ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১১:৪৭ এএম
প্রতীকী ছবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদরের দক্ষিণ উপজেলার জোড় কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ‘ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। একপর্যায়ে তারা জোড় কানন এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১০টার দিকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’