ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

টোকিওতে বাংলাদেশ-জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৫:০৩ পিএম
প্রতীকী ছবি

বাংলাদেশ ও জাপানের মধ্যে ষষ্ঠ দফা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সফলভাবে বৈঠকটি টোকিওতে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে নেতৃত্ব দেন জাপানের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপমন্ত্রী আকাহোরি তাকেশি।

বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বালানি খাত, কৃষির আধুনিকীকরণ ও শিল্প খাতের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সংস্কার উদ্যোগের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে জাপানের প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। 

জাপান জানিয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে উচ্চমানের অবকাঠামো উন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী এবং জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জাপান বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গাদের) মিয়ানমারে তাদের মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাপান তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। রোহিঙ্গাদের প্রতি তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

এ সময় পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম উষ্ণ আতিথেয়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।