ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৫:৩৪ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর সবুজবাগের বাসাবো ওয়াসার গলিতে রাস্তা পারাপারের সময় পিক আপ ভ্যানের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক)হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত ইয়াকুব আলী সবুজবাগের বাসাবো মানিকদিয়া এলাকার আমির আলীর ছেলে।

নিহত ইয়াকুব আলীর ছেলে আকাশ জানান, আজ দুপুর সাড়ে ১১ টার দিকে আমার বাবা ঘটনাস্থল দিয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে আমার বাবা গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।