বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি এক দশক পর ফের আবারও ভারত সফরে আসছেন। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকার সফরের সূচনা হতে যাচ্ছে কলকাতা থেকে, যা হতে পারে তার বহুমুখী ভারত সফরের প্রথম গন্তব্য।
এরপর মেসি যথাক্রমে পরপর সফর করবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে।
পিটিআই-কে দেওয়া একাধিক সূত্রের তথ্যমতে, এই সফরের জন্য প্রাথমিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বুকিংসহ গুরুত্বপূর্ণ নানা আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে মেসির অফিসিয়াল কনফার্মেশন এখনো বাকি রয়েছে।
কলকাতার ফুটবল-ভক্তরা এই খবরে উৎফুল্ল। ২০১১ সালে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা প্রীতি ম্যাচে মেসি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন।
দীর্ঘ ১৪ বছর পর আবারও শহরটিতে তার পদার্পণের সম্ভাবনায় ফুটবল-উন্মাদনা নতুন করে জেগে উঠেছে।
সূত্রের দাবি, ভারত সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লিওনেল মেসির একটি সৌজন্য সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে।