জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা সময়ের দাবি-এ বার্তাকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হলো আঞ্চলিক ‘ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন।
শনিবার (২ আগস্ট) বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে তরুণ প্রতিনিধিরা জলবায়ু সংকট, অভিযোজন কৌশল ও সমাধান নিয়ে মতবিনিময় করেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় সম্মেলনটি আয়োজন করে ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক এবং সোনার বাংলা ইয়ুথ ক্লাব।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সিবিডিপির প্রধান নির্বাহী জাকির হোসেন মিরাজ এবং সংগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী মুনির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলবায়ু অ্যাক্টিভিস্ট সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মহিউদ্দিন অপু, তরুণ নেতৃত্ব সোহানুর আমিন, খাইরুল ইসলাম মুন্না, ইবরার হোসেন নিঝুম, হেদায়েতউল্লাহ, মুহিদ নিলয়, আলোকচিত্রী আরিফুল মুরাদসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক তরুণ প্রতিনিধি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে নারী, শিশু ও তরুণদের ওপর, অথচ নীতিনির্ধারণী আলোচনায় তাদের অংশগ্রহণ খুবই কম। ইয়ুথ কপ এই অংশগ্রহণ নিশ্চিত করার একটি সাহসী পদক্ষেপ।
ফুলঝুড়ি ইউনিয়নের প্রতিনিধি রিয়াদুল ইসলাম বলেন, বর্ষা এলেই ঘর-বাড়ি ডুবে যায়, ফসল নষ্ট হয়, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। এই সম্মেলন আমাদের কণ্ঠ তুলে ধরার সুযোগ দিয়েছে।
আয়োজক সংগঠনের নেতারা জানান, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ৯টি ফোকাস গ্রুপ আলোচনা ও ৪টি কী-ইনফরম্যান্ট ইন্টারভিউর মাধ্যমে স্থানীয় যুবদের বাস্তব অভিজ্ঞতা ও অভিযোজন কৌশল সংগ্রহ করা হয়েছে, যা সম্মেলনে আলোচনার ভিত্তি হিসেবে কাজ করেছে।
সম্মেলনের শেষ অংশে তরুণরা জলবায়ুবান্ধব জীবনধারা, সচেতনতা ছড়িয়ে দেওয়া, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক জলবায়ু নীতিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো করার অঙ্গীকার করেন।