বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।
শনিবার (২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে দোয়া ও মোনাজাতে অংশ নেয় বিমান বাহিনীর ১৯ সদস্যের দলটি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগম।
এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত শিক্ষার্থী ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ফাতেমা আক্তার। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোকে ফাতেমার স্মৃতির প্রতি রাষ্ট্রীয় মর্যাদার একটি মানবিক প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।