খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র তারেং-এ বন্ধুর সাথে বেড়াতে গিয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুল শিক্ষিকা (২৯)-কে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক লিটন ত্রিপুরা (২৪)-কে আটক করা হয়েছে। ওই স্কুল শিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে।
লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে স্কুল জীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটর সাইকেলে ঘুরতে বের হন স্কুল শিক্ষিকা। এক পর্যায়ে ধর্ষক লিটন ত্রিপুরা মোটর সাইকেল নিয়ে তাদের পিছু নেয়। তারা রাতে সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌছলে তাদের গতিরোধ করে জোরপুর্বক মো. আরিফুল ইসলামের মোটর সাইকেলের চাবি নিয়ে যায়। এসময় বাঙালী ছেলের সাথে ঘুরতে আসায় তাকে হুমকি দেয় এবং তার কাছে রিভলবার আছে দাবী করে চুপচাপ থাকতে বলে। এক পর্যায়ে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে জোরপুর্বক ধর্ষন করে। ধর্ষন শেষে তার কাছে দশ হাজার টাকা চাঁদা দাবী করে ধর্ষক লিটন ত্রিপুরা। পরে তার বন্ধু মো. আরিফুল ইসলামকে বিষয়টি জানালে সে টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ধর্ষক লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় লিটন ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তা ধর্ষককে আটক করা হয়েছে।
এর দুইদিন আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্যামা পূজা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক উপজাতি কিশোরী (১৫)। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিন ধর্ষনকারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

