ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নবীগঞ্জে হাওর থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ১১:৩১ এএম
বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ। ছবি: রূপালী বাংলাদেশ

নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের নিখোঁজের একদিন পর শৌলগড় হাওরে তার মরদেহ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে জমিজমা দেখার জন্য ঘর থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে মানিক লাল দাশ (৭০)। সারাদিন অতিবাহিত হলেও আর ফিরে আসেন নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ ব্যাপারে এলাকায় নিখোঁজের মাইকিং সহ নবীগঞ্জ থানায় তার ছেলে একটি জিডি করেন। সেদিন বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয় জেলেরা শৌলগড় হাওরে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় মুক্তিযোদ্ধার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রির্পোট লেখা পর্যন্ত মুক্তিযোদ্ধার মৃতদেহটি থানায় অবস্থান করছে। ঘটনাটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান।