জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী আজ বাসায় ফিরছেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখন অনেকটাই সুস্থ।
শনিবার (২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পেশাজীবী ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পিজি হাসপাতালে গিয়ে কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কাদের গনির শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।
এছাড়াও সাংবাদিক নেতা কাদের গনিকে দেখতে যান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিউল ইসলাম, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর শফিউল গনি চৌধুরী, প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম।
পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার, রফিক লিটন, রিয়েল রোমান, আল আমিন এবং ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব)-এর সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল, মহাসচিব মো. তানভীরুল আলম, নেতা মহসীন আকন্দ, রাসেল হুদা, নাজমূল হাসান, তানভীর হাসান, রাশেদুল ইসলাম রিপন, ওয়াসিউর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশনের সুজন মিয়া ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের জুন্নুন রেজা চৌধুরী প্রমুখ।
চিকিৎসাধীন অবস্থায় তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে।
ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটাই সুস্থ। চাইলে তিনি বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তবে শরীরে ব্যথা, কাশি ও কিছুটা দুর্বলতা এখনো রয়েছে, যা কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।
নিজেও সুস্থতার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেন, আমি অনেকটাই সুস্থ। আজই বাসায় ফিরছি।