দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উন্মোচন করলো জাতীয় ফুটবল দলের নতুন জার্সি।
ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয়ে তৈরি এই জার্সিটি ডিজাইন করেছে দলের অফিসিয়াল কিট স্পন্সর দৌড়। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক ভিডিওর মাধ্যমে এই নতুন জার্সি উন্মোচন করা হয়।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে এই নজরকাড়া জার্সি পরেই মাঠে নামবে লাল-সবুজের দল। নতুন জার্সির নকশায় বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে।
সাদা রঙের জার্সির প্রধান আকর্ষণ এর হাতা ও দুই পাশের ডিজাইন। জার্সির দুই হাতায় শোভা পাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বিশ্বজুড়ে পরিচিত রয়েল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, প্রকৃতির অপরূপ লীলাভূমি সুন্দরবন এবং স্বাদের রাজা ইলিশ মাছের নান্দনিক চিত্র।
শুধু তাই নয়, জার্সির হাতার নিচের দিকে এবং ভি আকৃতির কলারের ঠিক নিচে দেখা যাচ্ছে লাল ও সবুজ রঙের আকর্ষণীয় স্ট্রাইপ। জার্সির দুই পাশে ব্যবহার করা হয়েছে সবুজের একটি গাঢ় শেড। এছাড়া, কলারের পেছনের দিকে গতবারের জার্সির মতোই মানচিত্রের ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে ‘বাংলাদেশ’।
নতুন জার্সি উন্মোচনের একটি বিশেষ ভিডিওতে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী এবং নির্ভরযোগ্য খেলোয়াড় তপু বর্মনের মতো পরিচিত মুখ।
এই দৃষ্টিনন্দন জার্সির নকশা করেছেন তাসমিত আফিয়াত অর্নি, যিনি তার সৃজনশীলতার মাধ্যমে জার্সিতে দেশের আত্মাকে ফুটিয়ে তুলেছেন।
জার্সি উন্মোচনের ভিডিওর ক্যাপশনে দৌড় লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ। একটি প্রতীক, যা আমাদের একতাবদ্ধ করে।’
এদিকে, নতুন জার্সি শুধু খেলোয়াড়দের মনোবলই বাড়াবে না, বরং দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও নতুন করে উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।