জাপানের টোকিওতে ডব্লিউ.এস.কে.এফ এর ১৭তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ বাংলাদেশের হয়ে রৌপ্য পদক অর্জন করেছেন মুন্সিগঞ্জের মো. জুবায়ের। সম্প্রতি প্রতিযোগিতায় ৭৫+ কেজিতে কুমিতে ইভেন্টে এই পদক জয় করেন তিনি।
জুবায়ের জানান, ২০২০ সালে মামা চিত্রনায়ক আলেকজান্ডার বো- এর মাধ্যমে কারাতে অঙ্গনে প্রবেশ করি। এখন দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় আমার জন্মভূমি মুন্সিগঞ্জ জেলা ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। ২০২২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করি ও মালয়েশিয়ার মালাক্কায় ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯তম সিনিয়র এশিয়ান কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।
এ ছাড়াও দেশের ঢাকা, রংপুরসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকবার স্বর্ণ-রৌপ্য পদক অর্জন করি। এর ধারাবাহিকতায় জাপানে প্রতিযোগিতা অংশ নিয়ে পদক জয়ী হয়েছি।
ব্ল্যাক বেল্ট ২য় ড্যান পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ও তিন দিন ট্রেডিশনাল কারাতে সেমিনার (উচ্চতর ট্রেনিং) সম্পন্নকারী জুবায়ের জানান, আমার স্বপ্ন হচ্ছে পড়াশোনার পাশাপাশি কারাতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করার।
প্রসঙ্গত, জাপানে টোকিওতে অনুষ্ঠিত ডব্লিউ.এস.কে.এফ এর ১৭তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন দিয়েগো কোরবান ও তাম্র পদক অর্জন করেন উজবেকিস্তানের ইব্রাগিমোভ আদখাম।
প্রতিযোগিতায় বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, পানামা, উজবেকিস্তান, কাজাখস্তান, আর্মেনিয়াসহ ৪০ দেশের প্রায় ৫০০ জন খেলোয়াড় অংশ নেন।