ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

সিলেটে ব্যবসায়ীকে মারধর করে ১৫ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৬:১২ পিএম
মারধর করে ছিনতাই। প্রতীকী ছবি

সিলেটে বিজিত লাল দাস নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।

রোববার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিকাশ ব্যবসায়ী বিজিত লাল দাস জানান, তিনি প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ফাজিলচিশত এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। এরপর তাকে মারধর করে সঙ্গে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিচ্ছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।’ 

তবে ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও এখনো ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগকারী ব্যবসায়ী বিজিত লাল দাসের বক্তব্যে বেশ কিছু অসামঞ্জস্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দেবাশীষ চৌধুরী এবং এয়ারপোর্ট থানার ওসি যৌথভাবে তদন্ত করছেন।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী দাবি করেছেন, বিকাশের মাধ্যমে তিনি এ টাকা সংগ্রহ করেছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা বিকাশে লেনদেনের বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে তার দাবির সত্যতা যাচাই করা হবে।’